সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

যা ডাউনলোড করছেন, সেফ তো? অনলাইন এ চেক করুন।


আমরা অনেক কিছুই ডাউনলোড করি, তাতে ভাইরাস থাকতেই পারে। নামানোর আগেই যদি চেক করে নেই যে তাতে ভাইরাস আছে কি নেই ; এটা ভাল না??

যে ফিচারটার কথা বলবো, তা হয়তো প্রায় সকলেই জানেন/ ইউস করেন- এটা নতুনদের জন্য পোস্ট। একটু সেফ থাকতে পারবেন।


Step 01► প্রথমে এখানে  যান। গেলে নিচের ছবির মত দেখবেন, আপনি ফাইল আপলোড করেও চেক করতে পারবেন। আবার লিঙ্ক দিয়ে তা চেক করতে পারবেন।

Step 02► যা নামাতে চান, তার ইউআরএল দিন। Scan it এ ক্লিক করুন!

Step 03►আমি যে ইউআরএল দিয়েছি তা আগেই চেক হয়েছে, তাই নিচের ছবির মত দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে আবার এনালাইসিস করতে পারেন।।

Step 04► এবার দেখে নিন এনালাইসিস রিপোর্ট!

ছোট একটা টিপ, এটা সবার জন্য না। অনেকেই আমাকে বকা দেয় যে , আমি নাকি ভাইরাসসহ লিঙ্ক দেই ডাউনলোড এর! :(
এবার নিজেই চেক করে নিন! ;)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন